ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

ত্রিপুরায় ওএনজিসি মুখবন্ধ কূপে অগ্নিকাণ্ড

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩১ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
ত্রিপুরায় ওএনজিসি মুখবন্ধ কূপে অগ্নিকাণ্ড ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার দক্ষিণ জেলার অন্তর্গত টাক্কাতুলসী গ্রামের ভারতীয় তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান নির্গমন (ও এন জি সি) মুখবন্ধ কূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

শুক্রবার (২৪ জুন) বিকেলে হঠাৎ এ বন্ধ কূপে আগুন জ্বলতে দেখা যায়, সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সাব্রুমের ফায়ার সার্ভিস দফতরের অফিসে।

খবর পেয়েই দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় ও আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে দক্ষিণ ও গোমতী জেলা থেকেও একাধিক ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। এতেও আগুন নিয়ন্ত্রণে না আসায় রাতে আগরতলা থেকেও পাঠানো হয় একাধিক ইউনিট।
 
স্থানীয় সময় রাত সাড়ে দশটার পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি। জেলা প্রশাসন থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা হিসেবে অগ্নিকাণ্ডের দেড় কিলোমিটার এলাকা থেকে এলাকাবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে।
ওএনজিসি কর্তৃপক্ষ আগরতলা থেকে এক বিশেষজ্ঞ দল ও বিশেষ ফায়ার ফাইটার ইঞ্জিন ঘটনাস্থলে পাঠিয়েছে।

শনিবার (২৫ জুন) বহিরাজ্য থেকে বিশেষ বিশেষজ্ঞ দল ত্রিপুরায় আসবেন ও ঘটনাস্থলে যাবেন বলে ওএনজিসি সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।