ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

ভবন উদ্বোধনে আগরতলায় তৃণমূলের মুকুল 

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
ভবন উদ্বোধনে আগরতলায় তৃণমূলের মুকুল 

আগরতলা: যত দিন যাচ্ছে ততই সিপিআই(এম) একটি অপ্রাসঙ্গিক দলে পরিণত হচ্ছে। তারা জাতীয় দলের মর্যাদাও খোয়াতে বসেছে।

 

বৃহস্পতিবার (৩০জুন) তৃণমূল কংগ্রেস ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়।  

এদিন আগরতলায় তৃণমূল কংগ্রেস কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে মুকুল রায় ছাড়াও উপস্থিত ছিলেন দলের অন্য এক সংসদ সদস্য প্রসুন বন্দ্যোপাধ্যায়।

তাদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তীসহ অন্য নেতারা।  
সন্ধ্যায় তাদের আগরতলার গেদু মিঞা মসজিদে এক ইফতার পার্টিতে যোগ দেওয়ার কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
এএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।