ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

কলকাতায় ধৃত ব্যক্তির সঙ্গে আইএস যোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জুলাই ৫, ২০১৬
কলকাতায় ধৃত ব্যক্তির সঙ্গে আইএস যোগ

কলকাতা: কলকাতা থেকে ধৃত এক ব্যক্তির সঙ্গে আইএস যোগের সন্দেহ করছে পশ্চিমবঙ্গ সরকারের গোয়েন্দা বিভাগ সিআইডি এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ।

জানা গেছে ধৃত ব্যক্তির নাম মুসা।

এই ব্যক্তি পশ্চিমবঙ্গের বাসিন্দা। পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও এই ব্যক্তি চেন্নাইয়ের একটি কাপড় কারখানায় কাজ করতো বলে মনে করছেন গোয়েন্দারা।

সূত্রের খবর এই ব্যক্তির কাছ থেকে একটি ধারালো অস্ত্র পাওয়া গেছে। এই ব্যক্তির মোবাইল ঘেটে গোয়েন্দারা সিরিয়ায় আইএস জঙ্গিদের সঙ্গে ফেসবুকের মাধ্যমে যোগাযোগের প্রমাণ পেয়েছেন। সূত্রের খবর বাংলাদেশের কয়েক জনের সঙ্গে এই ধৃত ব্যক্তির যোগাযোগ ছিল।

সরকারিভাবে গ্রেপ্তারের কথা ঘোষণা করা না হলেও মনে করা হচ্ছে বুধবার (৫ জুলাই) বিকেলে এই ব্যক্তিকে গ্রেপ্তারের কথা ঘোষণা করবে সরকার।

আপাতত কলকাতায় ধৃতকে জেরা করছে রাজ্য এবং কেন্দ্রের গোয়েন্দারা।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৬
ভি.এস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।