ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

বাংলাদেশে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে আগরতলায় র‍্যালি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, জুলাই ৫, ২০১৬
বাংলাদেশে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে আগরতলায় র‍্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে একটি রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে ত্রিপুরার বামপন্থী গণসংগঠনগুলো র‍্যালি করেছে।

মঙ্গলবার (০৫ জুলাই) বিকেলে আগরতলার রাজপথে ধিক্কার র‍্যালির আয়োজন করা হয়।

এটি রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পার করে প্যারাডাইস চৌমুহনীর সামনে এসে শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সিপিআই (এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য গৌতম দাস, বামফ্রন্ট সমর্থিত যুব সংগঠন ডি ওয়াই এফ আই’র ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক অমল চক্রবর্তীসহ অন্যান্য গণ সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ২৩৩৬ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।