ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

রেড রোডে কলকাতার সবচেয়ে বড় ঈদ জামাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, জুলাই ৭, ২০১৬
রেড রোডে কলকাতার সবচেয়ে বড় ঈদ জামাত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ব্যস্ততম সড়ক রেড রোডে সম্পন্ন হলো কলকাতার সবচেয়ে বড় ঈদের জামাত।
 
নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করতে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মেয়র শোভন চট্টোপাধ্যায়, মন্ত্রী জাভেদ খান এবং লোকসভার সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়।


 
সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সারা বিশ্বে যত শান্তিপ্রিয় মানুষ আছে তাদের সবাইকে ঈদ মুবারক। সবার জীবনে আসুক ঈদের খুশি।  
 
ঈদগাহে বাংলাদেশের জঙ্গি হামলার নিন্দা করা হয়। ঘোষণায় বলা হয়, আজ কিছু লোক নিজেদের মুসলমান বলে অন্যের জীবন নিচ্ছে। এর তীব্র নিন্দা করছি। সাচ্চা মুসলমান সব বুঝে নেবার সময় হয়েছে।  
 
ঈদের নামাজের উপলক্ষে গোটা রেড রোড জুড়ে ছিলো ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। উপস্থিত ছিলেন নগরপালসহ পুলিশ বাহিনী। শুধু রেড রোড এলাকার নিরাপত্তা ব্যবস্থায় ছিলো কয়েক হাজার পুলিশ।  

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জুলাই ৭, ২০১৬
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।