ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

শান্তির বাণী প্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমামরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, জুলাই ৯, ২০১৬
শান্তির বাণী প্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমামরা

কলকাতা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ব্যবহার করে এবার শান্তির বাণী প্রচারে নেমেছেন ভারতের ইমামরা। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের এ পদক্ষেপ।

কলকাতার টিপু সুলতান মসজিদের শাহী ইমাম মৌলানা মুফতি সৈয়দ মোহম্মদ নূর-উর রহমান বরকতি, ফুরফুরা শরিফের পীরজাদা ইব্রাহিম সিদ্দিকি, বর্ষীয়ান মৌলানা ক্বারি ফজলুর রহমানসহ অন্য ইমামরা শান্তির আহ্বান জানাচ্ছেন ফেসবুক, টুইটারে।

ইমামদের এ বার্তা পশ্চিমবঙ্গের ইসলাম ধর্মাবলম্বীদের, বিশেষ করে যুব সমাজে যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়সী ইমামদের বিচরণ কম থাকলেও এগিয়ে এসেছে যুব সম্প্রাদায়। তারা সাহায্য করছেন বয়সী এসব মানুষকে।

এই প্রচার ধারাবাহিকভাবে চলবে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৬
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।