ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

ডায়াবেটিস রুখতে বিমান কিনে লড়াই এক প্রবাসী বাঙালির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
ডায়াবেটিস রুখতে বিমান কিনে লড়াই এক প্রবাসী বাঙালির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: পরিচয়ে প্রবাসী ভারতীয়, কিন্তু মনে-প্রাণে কলকাতার মানুষ দেবাশিস বন্দ্যোপাধ্যায়। ডায়াবেটিস রুখতে এই বাঙালি নিয়েছেন এক অভিনব পদক্ষেপ।

পেশায় কম্পিউটার সায়েন্সের এই শিক্ষক একটা আস্ত বিমান কিনে ফেলেছেন শুধুমাত্র বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে ডায়াবেটিস রোগ নিয়ে প্রচার করার জন্য।

সিএসনা ১৮২ নামের বিমানে ৬৫ বছরের দেবাশিস বন্দ্যোপাধ্যায় গোটা পৃথিবীটাই প্রায় চক্কর দেওয়ার পরিকল্পনা করে ফেলেছেন। তিনি জানিয়েছেন, গত ৩১ মে থেকে শুরু হয়েছে তার কেনা বিমানে চড়ে বিভিন্ন দেশে প্রচার।

এর মধ্যে নিজের শহর কলকাতায় হাজির হয়েছিলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানান, অনেক আগে ডায়াবেটিস রোগে পরিবারের দু’জনকে অকালে চলে যেতে দেখেছিলেন। সেই থেকেই ডায়াবেটিস নিয়ে কাজ করার তার ইচ্ছে। চোখের সামনে দেখেছেন, কিভাবে অজ্ঞতার কারণে ডায়াবেটিস মানুষের জীবন পর্যন্ত নিয়ে নেয়।

এরপর চাকরি সূত্রে বিদেশ যাত্রা। সেখানেই ২০০০ সালে বিমান চালনার প্রশিক্ষণ নেন তিনি। ২০০৪ সালে প্রথম একা আকাশে বিমান ওড়াতে শুরু করেন। তার পরই কয়েকজন বন্ধু মিলে ডায়াবেটিস রোগের বিষয়ে সচেতনতা গড়ে তোলার পরিকল্পনা করেন।

এ কাজে সাহায্য করেছেন তার স্ত্রী রুবি বন্দ্যোপাধ্যায়। রুবি ও তার নিজের জমানো অর্থেই বিমান কেনা হয় বলে জানিয়েছেন দেবাশিস। ইতোমধ্যেই ভারত, রাশিয়া ও জাপান ঘুরে প্রচার শুরু করেছেন তিনি। আগামী দিনে আরও বহু দেশের মাটি ছোঁবে তার বিমান।

দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ডায়াবেটিস ধরা পড়লে প্রায় প্রত্যেকেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। বিভিন্ন শহরে গিয়ে অনেক মানুষকে একত্রিত করে তাদের সচেতন করে তোলাই তার লক্ষ্য।

দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের দলে আছেন পাঁচজন চিকিৎসক। তাদের একজন কলকাতার ড. মন্দিরা চক্রবর্তী। চিকিৎসকরা তাকে যথেষ্ট সাহায্য করছেন বলে জানিয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের কাছ থেকেও তিনি যথেষ্ট সাহায্য পেয়েছেন। আগামীদিনে আবারও ভারতে আসবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
ভিএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।