ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

কলকাতায় মশা মারতে চন্দ্রমল্লিকার তেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
কলকাতায় মশা মারতে চন্দ্রমল্লিকার তেল

কলকাতা: শহরে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু আর চিকনগুনিয়ার প্রাদুর্ভাব। এ নিয়ে বেশ সমস্যায় পড়েছেন বাসিন্দারা।

ঠিক তখনই এসব রোগের বাহক মশা মারতে ‘থিমফস অয়েল’ ব্যবহারের ঘোষণা দিয়েছে কলকাতা পুরসভা।  

বুধবার (২৪ আগস্ট) ভারতের ন্যাশনাল ভেক্টর ডিজিজ কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকেই মশা মারার ক্ষেত্রে ‘থিমফস অয়েল’ ব্যবহারের বিষয়টি ঠিক করে দেওয়া হয়।

‘থিমফস অয়েল’ চন্দ্রমল্লিকা ফুলের নির্যাস থেকে তৈরি হয়। মশাদের ক্ষেত্রে এই তেল প্রাণঘাতী হলেও মানুষের ক্ষেত্রে উপকারী-ই বটে।

কলকাতা প‍ুরসভা সূত্র বলছে, এই তেল মানুষের মুখে প্রবেশ করলেও ক্ষতির সম্ভাবনা নেই।

আগে মশা মারার জন্য ধোঁয়া বা কেমিক্যাল ব্যবহার করা হতো। যাতে মশার নিধন হলেও মানুষ‍ ও অন্যান্য প্রাণীর জন্য ক্ষতিকর।
 
সংশ্লিষ্টরা বলছেন, চন্দ্রমুখীর নির্যাস থেকে তৈরি এ তেল ব্যবহারে যথেষ্ট সুফল পাওয়া যাচ্ছে। ভবিষ্যতেও মশা নিধনের ক্ষেত্রে ‘থিমফস অয়েল’ ব্যবহার করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ২৪ আগস্ট, ২০১৬
ভিএস/জিসিপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।