ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

স্বাভাবিক হচ্ছে আগরতলা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
স্বাভাবিক হচ্ছে আগরতলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আইপিএফটি দলের মিছিল ঘিরে আগরতলা শহরে যে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছিল তা ধীরে ধীরে কাটিতে উঠছে।

বুধবার (২৪ আগস্ট) রাজধানী আগরতলার দোকান-পাট খুলেছে।

মানুষ এলেও তা অন্য দিনের তুলনায় অনেকটাই কম।

এদিনও পশ্চিম জেলাজুড়ে জারি রয়েছে ১৪৪ ধারা। শহরে গাড়ি নিয়ে টহল দিচ্ছে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনীর জওয়ানদের।

এদিকে পশ্চিম জেলার হেজামারা বাজারে সকল থেকে জোর করে বনধের ডাক দেয় আইপিএফটি। এদিন সকালেই আইপিএফটির একাংশের কর্মী-সমর্থক হেজামারা বাজারে গিয়ে জোর করে ব্যাবসায়ীদের দোকান বন্ধ করায় বলে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
এএ  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।