ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

হরতালে মিশ্র সাড়া পশ্চিমবঙ্গে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
হরতালে মিশ্র সাড়া পশ্চিমবঙ্গে

কলকাতা: ভারতজুড়ে ডাকা হরতালে মিশ্র সাড়া পড়েছে কলকাতাসহ পশ্চিমবঙ্গে। কেরালা, ত্রিপুরা ও কর্ণাটকে ধর্মঘটের যথেষ্ট প্রভাব পড়েছে।

এছাড়াও প্রভাব পড়েছে তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, হরিয়ানা, হিমাচল প্রদেশে।
 
শুক্রবার (০২ অক্টোবর) সকাল থেকে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হরতালের প্রভাবে কম যানবাহন চলাচলের ফলে কিছুটা সমস্যায় পড়েন যাত্রীরা। অনেক জায়গায় চিকিৎসা করাতে আসা রোগীদের সমস্যায় পড়তে হয়েছে।
 
যদিও সরকারের পক্ষে হরতালের দিন সব ধরনের যানবাহন চালু রাখার চেষ্টা করা হয়। তবে হরতালের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে রেলপথে। সকাল থেকেই কলকাতার রাস্তায় সরকারি পরিবহন চলাচল করলেও যাত্রী সংখ্যা ছিল হাতে গোনা।  

হাওরা স্টেশন, শিয়ালদা স্টেশন সংলগ্ন পরিবহন ব্যবস্থায় হরতালের প্রভাব চোখে পড়েছে। কলকাতা বিমান বন্দরের পরিস্থিতি ছিল অন্য দিনের মতোই।  
 
সরকারি অফিসে উপস্থিতি প্রায় স্বাভাবিক থাকলেও বেসরকারি অফিসে হাজিরা ছিল অন্য দিনের চেয়ে কম। বিদ্যালয় এবং কলেজে ছাত্র-ছাত্রীদের সংখ্যা কম ছিল বলে জানা গেছে। অনেক ক্ষেত্রে হরতালের কারণে বিদ্যালয় ছিল বন্ধ।
 
শিল্পাঞ্চলে হরতালের প্রভাব ছিল অপেক্ষাকৃত বেশি। বেশ কিছু পাটকল হরতালের প্রভাবে ছিল পুরোপুরি বন্ধ। কলকাতার রাস্তায় সকাল থেকেই হরতালের পক্ষে ও হরতাল বিরোধী মিছিল দেখা যায়।  

বাংলাদেশ সময়: ০৪৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬
ভিএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।