ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ভারত

আগরতলায় চলছে আন্তর্জাতিক লিটল ম্যাগাজিন উৎসব

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩২, সেপ্টেম্বর ১১, ২০১৬
আগরতলায় চলছে আন্তর্জাতিক লিটল ম্যাগাজিন উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার রাজধানী আগরতলায় চলছে আন্তর্জাতিক লিটল ম্যাগাজিন উৎসব।  

রোববার (১১ সেপ্টেম্বর) দিনব্যাপী এই উৎসবের সূচনা করেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উৎসবের সূচনা করে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, ম্যাগাজিনের সাইজ অনুসারে ভাগ করা ঠিক নয়, ম্যাগাজিনের ভেতরের বিষয়বস্তু হচ্ছে আসল।

আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এই উৎসবে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন- ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ভানু লাল সাহা। এছাড়াও ত্রিপুরা, আসামসহ পশ্চিমবঙ্গ থেকে আগত বিভিন্ন লিটল ম্যাগাজিনের সম্পাদক সহ লেখক ও কবিরা উপস্থিত ছিলেন।

ত্রিপুরা রাজ্যে এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে লিটল ম্যাগাজিন উৎসব। স্থানীয় সময় রাত ৭টা পর্যন্ত চলবে এ উৎসব। প্রেসক্লাব প্রাঙ্গণে বসেছে বিভিন্ন লিটল ম্যাগাজিনের স্টল।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।