ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

জাতীয় আসরকে সামনে রেখে প্রশিক্ষণে প্রতিবন্ধী সাঁতারুরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
জাতীয় আসরকে সামনে রেখে প্রশিক্ষণে প্রতিবন্ধী সাঁতারুরা

আগরতলা: ১৬তম জাতীয় প্যারা অলিম্পিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২৬ থেকে ৩০ নভেম্বর। এ বছরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুর শহরে।


 
প্রতি বছরের মতো এ বছরও জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় ত্রিপুরা রাজ্যের শারীরিক প্রতিবন্ধীরাও অংশ নেবেন। প্রতিযোগিতাকে সামনে রেখে রাজধানীর উমাকান্ত সুইমিংপুলে শুরু হয়েছে রাজ্যের প্রতিবন্ধী সাঁতারুদের নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ শিবির।

২৫ দিনব্যাপী এই শিবিরে আসা প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ করাচ্ছেন কোচ দীপক দাস। তিনি বাংলানিউজকে জানান, মাত্র দুইদিন হয়েছে শিবিরের। এখন পর্যন্ত এই শিবিরে মোট পাঁচজন সাঁতারু এসেছেন, আরও কয়েকজন সাঁতারু আসতে পারেন। শিবির শেষে তাদের মধ্য থেকে কয়েকজনকে বেছে জাতীয় আসরে পাঠানো হবে।

পাশাপাশি কোচ দীপক দাসের আশা রাজ্যের প্রতিযোগীরা এ বছরও জাতীয় আসরে ভালো ফল করবে, কারণ আগের বছরগুলোতেও তারা ভালো ফল করেছিল।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এসসিএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।