ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

উপনির্বাচনে বিজেপি ও তৃণমূল কংগ্রেস প্রার্থীর মনোনয়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
উপনির্বাচনে বিজেপি ও তৃণমূল কংগ্রেস প্রার্থীর মনোনয়ন

আগরতলা: চার নম্বর বড়জলা বিধানসভা আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী শিষ্ট মোহন দাস।  

সোমবার (৩১ অক্টোবর) প্রথমে দলের কর্মী-সমর্থকরা বড়জলা এলাকায় জড়ো হন।

সেখান থেকে প্রার্থীকে সঙ্গে নিয়ে মিছিল নিয়ে বের হয়ে বিধানসভা এলাকার বিভিন্ন পথ প্রদক্ষিণ করেন।  

মিছিলটি আগরতলার সদর মহকুমা শাসকের অফিসের সামনে এসে শেষ হয়। সেখান থেকে একটি প্রতিনিধি দল সদর মহকুমা শাসক তথা উপনির্বাচনের রির্টানিং অফিসার শমিত রায় চৌধুরী’র হাতে মনোনয়নপত্র জমা দেন।
 
কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি বিপ্লব কুমার দেব ও ত্রিপুরা প্রদেশ কমিটির সহ সভাপতি সুবল ভৌমিক।
 
ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি বিপ্লব কুমার দেব সংবাদমাধ্যমকে জানান- বড়জলাবাসী বিজেপিপ্রার্থী শিষ্ট মোহন দাসকে বিপুল ভোটে জয়ী করবেন।  

বিজেপি’র পাশাপাশি বড়জলা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ দাশও এদিন তার মনোনয়নপত্র জমা করেন।  

তৃণমূল কংগ্রেস দলের কর্মী-সমর্থকরা প্রার্থীকে নিয়ে নির্বাচনী এলাকায় মিছিল করেন ও শেষে শমিত রায় চৌধুরী’র হাতে মনোনয়নপত্র জমা দেন।  

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের ত্রিপুরা প্রদেশ কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী, নেতা তথা দুই বিধায়ক সুদীপ রায় বর্মণ ও আশিষ কুমার সাহা।  

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।