ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

পশ্চিমবঙ্গ থেকে আলু আসবে বাংলাদেশে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
পশ্চিমবঙ্গ থেকে আলু আসবে বাংলাদেশে

কলকাতা: পশ্চিমবঙ্গ থেকে আলু রপ্তানি করা হবে বাংলাদেশে। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তর সূত্রে এ খবর জানা গেছে। 

জানা গেছে, চাষিদের কাছ থেকে সরাসরি আলু কিনবে পশ্চিমবঙ্গ সরকার। সেই আলু সংগ্রহ করে পাঠানো হবে বাংলাদেশে।


 
পশ্চিমবঙ্গে অন্যান্য বছরের তুলনায় এ বছর আলুর ফলন হয়েছে বেশি। এর ফলে পশ্চিবঙ্গের পাইকারি ও খুচরা বাজারে আলুর দাম বেশ খানিকটা পড়ে গেছে।  

এছাড়া জায়গা সংকুলাণের কারণে হিমাগারগুলোতেও আলু সংরক্ষণ করতে পারেননি অনেক চাষি।  
 
চাহিদা অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রতি মাসে আলুর প্রয়োজন হয় ৫ লাখ মেট্রিক টন। সে অনুযায়ী বছরে চাহিদা ৬০ লাখ মেট্রিক টন। অথচ চলতি মৌসুমে আলু উৎপাদন হয়েছে ১ কোটি ২০ লাখ মেট্রিক টন। যা চাহিদার  দ্বিগুন। মূলত এ আলুই রপ্তানি করা হবে। পশ্চিমবঙ্গের পাশের রাজ্যগুলোতেও আলু পাঠানো হচ্ছে।

এদিকে বাংলাদেশে আলু পাঠানোর খবরে কিছুটা স্বস্তি পেয়েছেন পশ্চিমবঙ্গের চাষিরা। তারা মনে করছেন, বাংলাদেশে আলু রপ্তানি হলে তারা কম দাম পাওয়ার সমস্যা থেকে কিছুটা হলেও মুক্ত হবেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
ভি .এস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।