প্রতি বছর ভারতে প্রায় ২.২ লাখ হেক্টর জমিতে ১ কোটি ৯০ লাখ টন আম উৎপাদিত হয়। যা বিশ্বের মোট উৎপাদিত আমের ৪০ শতাংশ।
ব্যবসায়ীরা তাই এবার আম পাঠাতে চলেছেন জাপান ও দক্ষিণ কোরিয়ায়। তবে এর আগে ব্রিটেন, সৌদি আরব ও নেপালে ভারতীয় আম রফতানি করা হয়েছে।
মূলত আলফানসো আর তোতাপুরি জাতের আম রফতানি করা হবে। তবে ভারতের বিখ্যাত কেসর আমও যাবে। প্রায় এক বছর আগে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে এ লক্ষ্যে চুক্তি হয়। কিন্তু সে সময় আমের ফলন ভালো না হওয়ায় রফতানি করা যায়নি। এ বছর মৌসুমের শুরুতেই রফতানিতে জোর দিচ্ছেন আম ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের মতে, এতে অন্যান্য দেশের মানুষেরা যেমন আমের স্বাদ পাবেন, তেমনি আমচাষিদের পরিস্থিতির উন্নতিও হবে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এসএস/আরআর/এএসআর