তবে বাজারদরের যা হাল, তাতে পূজা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। ফল-ফুল-সবজি থেকে পূজার সরঞ্জাম সবকিছুতেই বাড়তি দাম।
‘এসো মা লক্ষ্মী বসো ঘরে’, মা লক্ষ্মীকে ঘরে এনে বসাতে পকেটে টান পড়েছে গৃহস্থের। বাড়িতে পূজার আয়োজন করেছেন এমন মানুষদের বক্তব্য, সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে গেছে বাজার দর। লক্ষ্মী পূজাতে বেশিরভাগ বাড়িতে ভোগের আয়োজন করা হয়। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীদের নিয়ে একসঙ্গে খিচুড়ি, চচ্চড়ি, আলুরদম, পায়েস খাওয়ার আনন্দে মাততে চান প্রায় সবাই। কিন্তু এবার বাদ সেধেছে বাজারদর।
বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসা পরিবারের অনেকের মধ্যে লক্ষ্মী পূজা উপলক্ষে জোড়া ইলিশের চল আছে। এখনও অনেক বাড়িতে সিঁদুর পরিয়ে ইলিশের বিয়ে দেবার প্রথা মানা হয়। এরপর আর মাছ খায় না কিছুদিন। কিন্তু মাছের বাজারেও গিয়ে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার অবস্থা। বাজারের দরদামে মানুষের নাভিশ্বাস উঠলেও ভক্তি ভরে চলছে লক্ষ্মীর আরাধনা।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৭
এমজেএফ