ঢাকা, মঙ্গলবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ মে ২০২৪, ১৯ জিলকদ ১৪৪৫

ভারত

রোহিঙ্গা সমস্যায় উন্নত রাষ্ট্রগুলোর এগিয়ে আসা ‍উচিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
রোহিঙ্গা সমস্যায় উন্নত রাষ্ট্রগুলোর এগিয়ে আসা ‍উচিত ‘রোহিঙ্গা সংকট: দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা’ শীর্ষক আলোচনা সভা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা সমস্যা সমাধানে উন্নত রাষ্ট্রগুলোর এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান।

তিনি বলেন, একটি প্লেনে আগুন লাগলে শুধু ইকোনমি ক্লাসের মানুষ সমস্যায় পড়বেন না। একটু স্বস্তির সময় পেলেও বিজনেস ক্লাসের মানুষেরাও সমস্যায় পড়বেন।

‘ভারত বাংলাদেশ মৈত্রী সমিতির আয়োজনে রোববার (২৯ অক্টোবর) বিকেলে কলকাতা প্রেসক্লাবে ‘রোহিঙ্গা সংকট: দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

উপ হাইকমিশনার বলেন, ‘রোহিঙ্গা মানে সন্ত্রাসবাদ নয়। রোহিঙ্গা ও সন্ত্রাস সমস্যা শুধুমাত্র বাংলাদেশের নয়। এ সমস্যা সমাধানে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে এগিয়ে আসা উচিত। অন্যথায় সারাবিশ্বে এর প্রভাব পড়বে। আমাদের প্রধানমন্ত্রী বার বার বলে আসছেন সন্ত্রাসের বিষয়ে ‘জিরো টলারেন্স’। উন্নত রাষ্ট্রগুলোর উচিত সন্ত্রাস দমনে এগিয়ে আসা। ’

এসময় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা শাহরিয়ার কবির বলেন, রোহিঙ্গা আজ আর একটি ভুখণ্ডের রাজনৈতিক সমস্যা নয়, এটি আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংকটে রূপান্তরিত হয়েছে।

এ বিষয়ে গোটা দক্ষিণ এশিয়াকে হাতে হাত রেখে কাজ করতে হবে। অন্যথায় এ সমস্যা সব জায়গায় ছড়িয়ে পড়বে। বাংলাদেশ-ভারত হাতে হাত রেখে এ সমস্যার মোকাবিলা করা উচিত।

মিয়ানমারের রোহিঙ্গা সব থেকে বড় গোষ্ঠী। তবুও ১৯৮২ সাল থেকে তাদের নাগরিকত্ব দিতে অস্বীকার করছে দেশটির সরকার। অবিলম্বে তাদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে নাগরিকত্ব দেওয়া উচিত বলেও মনে করেন শাহরিয়ার কবির।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন এশিয়ার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেজ্ঞ অধ্যাপক জয়ন্ত রায় ও প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৫০২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
ভিএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।