ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

কলকাতার দোড়গোঁড়ায় এসে পড়েছে বর্ষা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, জুন ৬, ২০১৮
কলকাতার দোড়গোঁড়ায় এসে পড়েছে বর্ষা কলকাতার আকাশে মেঘের ঘনঘটা

কলকাতা: উত্তর বঙ্গোপসাগরে দ্রুত গতিতে তৈরি হওয়া একটি নিম্নচাপের হাত ধরে কয়েক দিনের মধ্যেই পশ্চিমবঙ্গে বর্ষা শুরু হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ধারণা করা হচ্ছে ৮ জুনের মধ্যে নিম্নচাপটি সম্পূর্ণ হবে, যার জেরে ৯ বা ১১ জুনের মধ্যেই রাজ্যে বর্ষার পরিস্থিতি তৈরি হবে। এর প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, প্রাক বর্ষায় বজ্রগর্ভ মেঘের সঞ্চারে রাজ্যে অতিভারী বৃষ্টিও হবে। তবে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বেশি থাকার কারণে বৃষ্টি কমলে ভ্যাপসা গরম চলবে।

 

এমনিতে কলকাতায় ১০ জুন বর্ষা আসার স্বাভাবিক সময়। তবে সাতদিন এদিক-ওদিক হতেই পারে।
 
জানা গেছে, ভারতে মৌসুমি বায়ু গত সপ্তাহে আসাম পর্যন্ত চলে এসেছে। আসাম হয়ে উত্তরবঙ্গে প্রবেশ করবে বর্ষা। কিন্তু গত দু’দিন উত্তর-পূর্ব ভারতে নিন্মচাপের জেরে মৌসুমি বায়ু থমকে রয়েছে। তাই আবহাওয়াবিদদের মতে বুধবার (৬ জুন) রাজ্যের উত্তরবঙ্গে বর্ষা আসার কথা থাকলেও তা এখনও প্রবেশ করেনি।
 
মৌসুমি বায়ু এরইমধ্যে দক্ষিণ ভারতের কেরালা, তামিলনাড়ু, কর্ণাটকে প্রবেশ করেছে। উত্তর-পূর্ব ভারতের বেশির ভাগ অংশ এখন বর্ষার দখলে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবারের মধ্যে কর্ণাটকের বাকি অংশ ছাড়াও গোয়া, মহারাষ্ট্রের কিছু অংশ ও অন্ধ্রপ্রদেশে বর্ষা ঢুকে পড়ার পরিবেশ তৈরি হয়েছে।  

শনিবার (৯ জুন) মহারাষ্ট্রের বাকি অংশ, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের কিছু অংশ ছাড়াও ওড়িষা, পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের বাকি অংশে বর্ষার আগমন ঘটবে।
 
বাংলাদেশ সময়: ০৪০৮ ঘণ্টা,  জুন ০৭, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।