শুক্রবার (১৮ জানুয়ারি) কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে আছে। যা উত্তর ২৪ পরগনায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতা আবহাওয়া দফতরের কর্মকর্তা গণেশ দাস জানান, দার্জিলিং বাদে রাজ্যের অন্য জেলার সর্বনিম্ন তাপমাত্রা এর নিচে খুব একটা নামবে না। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রির আশপাশে চলছে। চলতি মৌসুমে এখনও পর্যন্ত কলকাতায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ নেমেছে। সেটাই ছিল এ মৌসুমের শীতলতম দিন।
কয়েকদিন আগে কাশ্মীর ও হিমাচল প্রদেশের উপর একটি শক্তিশালী পশ্চিমী ঝড় প্রভাব বিস্তার করেছিল। ঝড় চলে যাওয়ায় উত্তরের হাওয়া ফের সক্রিয় হয়েছে। ঠাণ্ডায় কাঁপছে গোটা উত্তর ভারত। এর প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গেও। আজ ফের একটি ঝড় কাশ্মীর ও হিমাচল প্রদেশে এসেছে। তার জন্য ১৮ জানুয়ারির পর কয়েকদিন ধরে তুষারপাত হবে সেখানে। তবে ওই পশ্চিমী ঝড় খুব শক্তিশালী না হওয়ায় উত্তরের হাওয়া বাধা পাবে বলে মনে করছেন না আবহাওয়াবিদরা। তাই আপাতত কনকনে শীতের আমেজ বহাল থাকবে কলকাতায় গোটা জানুয়ারিজুড়ে।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
ভিএস/আরবি/