জনসভার শুরুতেই উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে মোদী বলেন, দিদির (মমতা) নৌকা যে ডুবে গেছে শিলিগুড়ির জনসভার বিপুল সংখ্যক মানুষই তার প্রমাণ।
বক্তব্য যত গড়িয়েছে তত ঝাঁজ বেড়ছে মোদীর বক্তব্যে।
তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে গরিবদের নিয়ে রাজনীতি করে তৃণমূল।
এ প্রসঙ্গে তিনি মনে করিয়ে দেন পশ্চিমবঙ্গের গরিব মানুষদের অর্থ চিটফান্ড কেলেঙ্কারিতে লোপাট হয়েছে।
বুধবার (৩ জুলাই) শিলিগুড়ির সমাবেশে প্রথমে বাংলায় বক্তব্য শুরু করেন মোদী। এর আগে তিনি দুপুর ১টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামেন। সেখান থেকে রওয়ানা দেন শিলিগুড়ির কাওয়াখালি প্রাঙ্গণের উদ্দেশে। তাকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে চরম উন্মাদনা লক্ষ্য করা যায়। শিলিগুড়ির পর কলকাতায় স্থানীয় সময় ৪টায় জনসভা করেছেন নরেন্দ্র মোদী।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
ভিএস/এএ