ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

২০২১ সালে পশ্চিমবঙ্গে জিতবে বিজেপি!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
২০২১ সালে পশ্চিমবঙ্গে জিতবে বিজেপি!

কলকাতা: চলতি বছরে ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে চমকপ্রদ ফল করতে চলেছে বিজেপি। নির্বাচনের আগমুহূর্তে যৌথ জনমত সমীক্ষায় এমনই ইঙ্গিত দিয়েছে ‘টাইমস নাও এবং ভিএমআর’। সমীক্ষা অনুসারে ভারতের রাজনৈতিক মহলের ভাষ্য, ২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভায় জেতার সম্ভাবনা রয়েছে বিজেপির। 

তবে এর আগেও একই ইঙ্গিত দিয়েছিল ইন্ডিয়া টিভি ও সিএনএক্সসহ আরও প্রতিষ্ঠানের করা কয়েকটি সমীক্ষা। সমীক্ষাগুলোয় বলা হয়েছে, পশ্চিমবঙ্গে আসন সংখ্যা কমবে তৃণমূল কংগ্রেসের।

বিজেপির আসন সংখ্যা যেমন অনেকটাই বাড়বে, তেমনই ভোট শতাংশেও চমক দেবে তারা।  

বিজেপির এ উত্থানে কোপ পড়তে পারে বামদের ভোটে। বামদের পাশাপাশি কংগ্রেসের আসনেও বিজেপি ভাগ বসাতে পারে। এছাড়া তৃণমূল কংগ্রেসে যেসব আসন জিতবে তাতেও তাদের ভোট কমবে।  

তবে তৃণমূলের ভোটের হার কমলে এবং কংগ্রেসের আসন কমলেও রাজ্যে কংগ্রেসের ভোট শতাংশ বাড়বে বলেই ওই সমীক্ষাগুলোয় ইঙ্গিত দেয়া হয়েছে।

সমীক্ষাগুলোয় পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল নিয়ে ঠিক কী আভাস দিয়েছে? পশ্চিমবঙ্গে লোকসভার আসন ৪২টি। ২০১৪ সালের নিরিখে ৩৪টি আসন জিতেছিল তৃণমূল কংগ্রেস। দ্বিতীয়স্থানে ছিল কংগ্রেস। তাদের দখলে ছিল পাঁচটি আসন। বিজেপি ও সিপিএম দুটি করে লোকসভা আসন জিতেছিল। এবারে সেই সংখ্যা একেবারে বদলে যেতে পারে।  

তৃণমূল কংগ্রেস পেতে পারে ৩১টি আসন। আগেরবার থেকে দলটির আসন কমতে পারে ৩টি। কংগ্রেস পেতে পারে একটিমাত্র আসন। তারা হারাতে পারে ৪টি আসন।  

তবে বামদের এবার ফেরা হতে পারে খালি হাতে। তবে দখলে নিতে পারে বিজেপি। অর্থাৎ ২০১৪ সালের নিরিখে এ রাজ্যে সাতটি আসন বাড়তে পারে বিজেপির। আসন সংখ্যার হিসেবে এটি বড় সাফল্য কেন্দ্রে ক্ষমতাসীন দলটির।

অন্যদিকে, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৩৯ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছিল। এবারে তৃণমূলের ভোটের হার কমে হতে পারে ৩৭ দশমিক ৫ শতাংশ।  

কংগ্রেস গতবার ৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছিল। এবার দলটির আসন কমলেও অন্যান্য কেন্দ্রে মিলিয়ে ১০ দশমিক ৪ শতাংশ ভোট বাড়বে।  

এছাড়া ওইবছর লোকসভা নির্বাচনের দুটি আসনে জয়ী ছাড়া অন্যান্য কেন্দ্রে বিজেপির ভোটের হার ছিল ৬ শতাংশর আশেপাশে। কিন্তু এবার বিজেপির ভোট বেড়ে ১৬ দশমিক ৮ শতাংশ হতে পারে। অর্থাৎ বিজেপি এবার পশ্চিমবাংলায় সব মিলিয়ে ৩১ দশমিক ৩ শতাংশ ভোট পেতে পারে বলে ধারণা দিচ্ছে সমীক্ষাগুলো।  

আর এই ভোট অনেকটাই বামদের থেকে তারা ছিনিয়ে নেবে। বামেরা ২০১৪ সালে ২৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছিল। এবার সেটা কমে হতে পারে ১৫ দশমিক ৯৬ শতাংশ।

রাজ্য বাদেও গোটা দেশের জনমত সমীক্ষাও সামনে এসেছে। তাতে ফের নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ার ইঙ্গিত দেয়া হয়েছে। বিজেপি জোট পেতে পারে ২৭৯টি আসন। এছাড়া কংগ্রেস জোট ইউপিএ-র দখলে যেতে পারে ১৪৭টি আসন। আর অন্যরা পেতে পারে ১১৫টি আসন।  

তবে পশ্চিমবঙ্গের নিরিখে সমীক্ষা অনুযায়ী ভোটের ফল হলে বড়সড় চমক দিতে পারে বিজেপি। কারণ দুইবছর বাদে অর্থাৎ ২০২১ সালে রাজ্যে মুখ্যমন্ত্রীর আসনে (বিধানসভা ভোট) নির্বাচন।  

ভারতের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন, শতাংশের হারে বিজেপি যদি এ ধারাবাহিকতা বজায় রাখে তাহলে তৃতীয়বারের মতো তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় ফিরে আসাটা যথেষ্ট কঠিন হতে পারে।  

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
ভিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।