শনিবার (১১ মে) বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিনেত্রী নুসরাত জাহানের পক্ষে হাসনাবাদের জনসভায় একথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তার কথা শুনেই হেসে ফেলেন নুসরাত।
তিনি বলেন, নুসরাত আমাদের ঘরের মেয়ে। সে মুসলমান, আমি হিন্দু। আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। ওর যে রক্ত, আমারও তাই। ওর দু’টো চোখ, আমারও দু’টো চোখ। ওর দু’টো পা, আমারও দু’টো পা। ওর দু’টো হাত, আমারও দু’টো হাত। শুধু একটাই পার্থক্য, নুসরাত দেখতে সুন্দরী, আমি সুন্দরী নই।
মমতা বলেন, নির্বাচনে মানুষে মানুষে বিভেদ তৈরি করছে বিজেপি। তাই তাদের একটি ভোটও দেবেন না। এবার পশ্চিমবঙ্গের ৪২টি আসন নিয়েই ভারতের প্রধানমন্ত্রী পদে বড় নির্ণয়কের ভূমিকা রাখবে তৃণমূল কংগ্রেস। তাই আপনারা তৃণমূলকেই ভোট দেবেন। বিজেপি সরকারের পতন এবার নিশ্চিত। কোনোভাবেই তারা আর ক্ষমতায় আসতে পারছে না।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ১২, ২০১৯
ভিএস/একে