ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ভারত-পাকিস্তানে ঈদ বুধবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, জুন ৫, ২০১৯
ভারত-পাকিস্তানে ঈদ বুধবার ভারতে ঈদ উদযাপনের সংগৃহীত ফাইল ফটো

কলকাতা: সোমবার (০৩ জুন) রাতে শাওয়াল মাসের চাঁদ দেখা যায় সৌদি আরবের আকাশে। এরপর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সিদ্ধান্ত হয় মঙ্গলবার (০৪ জুন) ঈদ উদযাপনের। এ হিসেবে নির্দিষ্ট সময়সূচি মেনে ভারতে বুধবারই (৫ জুন) উদযাপন হবে পবিত্র ঈদুল ফিতর। এছাড়া পাকিস্তানের আকাশে ইতোমধ্যে চাঁদ দেখা গেছে, তারাও বুধবার ঈদ উদযাপন করবে।

ভারতে বুধবার ঈদ উদযাপন করা হবে বলে মঙ্গলবার সন্ধ্যায় ঘোষণা দেয় দিল্লি। পাশাপাশি দীর্ঘ আলোচনার পর পশ্চিমবঙ্গের নাখোদা মসজিদও ঘোষণা দিয়েছে, দেশে বুধবার উদযাপন হবে ঈদ।

এদিকে, সোমবার ইন্দোনেশিয়া ঘোষণা দেয়, মঙ্গলবার রমজানের শেষ দিন। বুধবার তাদের দেশে ঈদ উদযাপন হবে। একইভাবে বুধবার ঈদ উদযাপন হতে যাচ্ছে জাপান, মালয়েশিয়াসহ আরও বেশ কয়েকটি দেশে।

মঙ্গলবার রমজানের শেষ দিন ঘোষণা করা হয়েছে থাইল্যান্ডেও। তারাও ঈদ করছে বুধবার। এছাড়া অস্ট্রেলিয়াও বুধবারই উদযাপন করবে পবিত্র ঈদুল ফিতর।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জুন ০৪, ২০১৯
বিএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।