এ ধরনের চিঠিতে বিব্রত বোধ করছেন উল্লেখ করে অপরূপা পোদ্দার বলেন, সেখানে (চিঠিতে) এমন সব কথা লেখা আছে, যা মুখে আনা যায় না। চিঠির সঙ্গে তৃণমূল সভানেত্রীর একটি বিকৃত ছবিও ছিল।
শ্রীরামপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার অম্লান ঘোষ বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এ চিঠি পাঠিয়েছে, তা জানার চেষ্টা চালছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে চিঠি এবারই প্রথম নয়। আগেও একাধিকবার এ ধরনের ঘটনা ঘটেছে।
২০১৭ সালের অক্টোবরে তৃণমূল কংগ্রেসের প্রধানকে হত্যার জন্য মুর্শিদাবাদের এক কলেজছাত্র ৬৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে এ হুমকি দেওয়া হয়। এর আগে, ওই বছরের এপ্রিলে বিজেপির যুব সংগঠনের নেতা যোগেশ ভার্সনে মুখ্যমন্ত্রীর মাথার দাম ১১ লাখ টাকা ঘোষণা করেছিলেন।
কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অভিযোগ করেছেন, তাকে যেকোনো দিন হত্যা করা হতে পারে। এ জন্য পেশাদার খুনি নিয়োগ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আমাকে খুন করে বলা হতে পারে, এটা নিছক দুর্ঘটনা। তাদের বলতে চাই, আমি ভীত নই। মৃত্যুকে আমি ভয় পাই না।
এ ঘটনার পর থেকে সতর্ক অবস্থায় রয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুন ১১, ২০১৯
ভিএস/একে