দিবসটি পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়কে উৎসর্গ করা। এদিন মহান এ চিকিৎসকের জন্ম ও মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিজি হাসপাতালে একটি ট্রমা সেন্টারের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বহু চিকিৎসককে চিকিৎসাক্ষেত্রে অবদানের জন্য ‘বিশিষ্ট চিকিৎসা সম্মান’ পুরস্কার দেওয়া হয়।
এদিন সকালে বিধানচন্দ্র রায়ের একটিসহ মোট পাঁচটি ভাস্কর্য উদ্বোধন করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
দুপুর দেড়টার দিকে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে দিবস উপলক্ষে ডা. রায়ের ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি শেষে ‘সে নো টু ভায়োলেন্স’ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
দুপুর তিনটা নাগাদ জাতীয় কংগ্রেসের পশ্চিমবঙ্গের সদর দপ্তর বিধান ভবনেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সাবেক মুখ্যসচিব অর্ধেন্দু সেন, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব চন্দন সেন, অভিনেতা কৌশিক সেন প্রমুখ।
এদিকে, দিল্লির ইন্দ্রপ্রস্থ মার্গে সর্বভারতীয় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সদর দপ্তরেও দিনটি উপলক্ষে ছিল বর্ণাঢ্য আয়োজন।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জুলাই ১, ২০১৯
এইচএডি/