শুক্রবার (২ আগস্ট) বিকেলে এমনটাই জানালেন কলকাতা করপোরেশনের ডেপুটি মেয়র অতীন ঘোষ।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম চেয়েছিলেন কলকাতা সিটি করপোরেশনের সঙ্গে একটি মতবিনিময় করতে।
‘এ বিষয়ে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান গতকালই (বৃহস্পতিবার) যোগাযোগ করেছিলেন মতবিনিময়টা তাড়াতাড়ি করার জন্য। কিছু প্রোটোকলের কারণে এই মুহূর্তে শারীরিকভাবে আমি ও আমার টিম যেতে না পারলেও আপাতত একটি ভিডিও কনফারেন্স করা হবে। ’
ভিডিও কনফারেন্সে উপস্থিত থাকবেন কলকাতা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র অতীন ঘোষ, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর মনিরুল ইসলাম, উপ স্বাস্থ্য আধিকারিক ড. সুব্রত রায়চৌধুরী ও চিফ ডিরেক্টর কন্ট্রোল অফিসার ড. দেবাশীষ বিশ্বাস।
ডেপুটি মেয়র অতীন ঘোষ আরও বলেন, যতদিন না বাংলাদেশ যাওয়া হচ্ছে, ততদিন বাংলাদেশ থেকে কোনো টিম এলে আমরা হাতে-কলমে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দিয়ে, ডেঙ্গু বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে পারি।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
ভিএস/এএ