ফলে গোটা কলকাতাসহ রাজ্যে নিম্নচাপের জেরে শুরু হয়েছে বৃষ্টি। বুধবার (২৩ অক্টোবর) দুপুরের পর থেকে আকাশ কালো হয়ে আসে।
ফলে এদিন রাজ্যের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় মাঝারি বৃষ্টি শুরু হয়। এছাড়া কলকাতার ও তার পাশাপাশি দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় হাল্কা বৃষ্টি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া শুক্রবারও (২৫ অক্টোর) গোটা রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ওইদিন রাত থেকে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিংয়ে ভারী বৃষ্টি হবে বলে জানা গেছে। যার জেরে রাজ্যের নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে ২৬ তারিখের (শনিবার) পর বৃষ্টি কমবে কিনা তার কোনো উত্তর সেভাবে দিতে পারেনি আবহাওয়া অফিস। তাদের মতে বৃষ্টির পরিমাণ কমবে। তবে রোববার কালীপূজায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আর অকালবর্ষায় নিম্নচাপের জেরে যে বৃষ্টি শুরু হয়েছে তাতে শীত নিয়ে এখনই প্রস্তুতির কথা বলছে না আবহাওয়া অফিস।
বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
ভিএস/জেডএস