ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

মাঘের শুরুতেই পশ্চিমবঙ্গে শীতের বিদায় প্রস্তুতি!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
মাঘের শুরুতেই পশ্চিমবঙ্গে শীতের বিদায় প্রস্তুতি!

কলকাতা: মাঘ মাসের শুরুতেই শীত বিদায়ের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গে। কলকাতায় বাড়ছে তাপমাত্রা। দিনের বেলা লাগছে গরম, আবার সকাল আর সন্ধ্যের সময় অনুভূত হবে হালকা শীত। এমনটাই জানিয়েছে কলকাতার আবহাওয়া দপ্তর। 

পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারের মতো রাজ্যের উত্তরের জেলায় বৃষ্টি হচ্ছে। যা চলবে রোববার (১৯ জানুয়ারি) পর্যন্ত।

এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, মেদিনীপুরেও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে কলকাতায় কোনো বৃষ্টির পূর্বাভাস নেই।

আগামী কয়েকদিন রাজ্যে বাড়বে দিনের তাপমাত্রা। তবে রাতের তাপমাত্রা একই থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বেশ কিছু জেলায়। নদিয়া, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে কুয়াশার সম্ভাবনা থাকবে।

আবহাওয়ার পরিবর্তনের জন্য পশ্চিমী ঝঞ্ঝাকে দায়ী করছে বিশেষজ্ঞরা। যার প্রভাবেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা এবং পূবালী হাওয়ায় ঢুকছে জলীয়বাষ্প। এর প্রভাবে কুয়াশাও থাকবে।

কলকাতায় সকালে হালকা কুয়াশা পড়লেও সারাদিন আকাশ ছিল মেঘমুক্ত। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে তাপমাত্রা সামান্য বেড়ে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস গিয়ে দাঁড়ায়। এদিন কলকাতার বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ  ৯৬ শতাংশর মতো আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
ভিএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।