ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

কলকাতাজুড়ে আম্পানের ক্ষত, শহরে বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, মে ২৩, ২০২০
কলকাতাজুড়ে আম্পানের ক্ষত, শহরে বিক্ষোভ

কলকাতা: পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বুধবার (২০ মে) ভয়াবহ তাণ্ডব চালিয়েছে আম্পান। এর তিনদিন পরেও থমকে আছে শহর কলকাতা। নেই পানি সরবরাহ, বিদ্যুৎ ব্যবস্থাও হয়নি স্বাভাবিক। বিশেষ করে রাজধানী কলকাতা এ দশার সম্মুখীন হয়নি কখনো। শহরজুড়ে এখন হাহাকার, জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ।

সময় যত গড়াচ্ছে, ততই ধৈর্যের বাধ ভেঙে পড়ছে শহরবাসীর। চূড়ান্ত অসহায় অবস্থায় দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন কলকাতার বাসিন্দারা।

একে করোনার দাপট বিন্দুমাত্র কমেনি। তার উপর আম্পানের তাণ্ডব। শহরবাসী যেন এক দুঃস্বপ্নের মধ্যে বাস করছে। তিন দিন পেরিয়ে গেলেও শহরের ৭০ শতাংশ জায়গায় বিদ্যুৎ নেই। নেই খাওয়ার পানি। এখনও অনেক এলাকায় জমে আছে গঙ্গার পানি। বিচ্ছিন্ন টেলিযোগাযোগ। বিচ্ছিন্ন নেট পরিষেবা।

...রাজ্যের রাজধানী শহর কলকাতাসহ সব জেলার ছবিটা একই। বিশেষ করে কলকাতাসহ দুই ২৪ পরগনায়। আর সময় যত গড়াচ্ছে, ততই অধৈর্য হয়ে বিক্ষোভে ফেটে পড়ছে মানুষ। শোচনীয় অবস্থা নারী, শিশু, অসুস্থ রোগীদের। হাসপাতালগুলোয় মর্গে জমছে মরদেহের স্তূপ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে এবং লোকবল কমে যাওয়ায় সেসব মরদেহগুলো সৎকার করা যাচ্ছে না।

প্রশাসনকে বারবার বলেও কোনো লাভ হচ্ছে না। সহ্যের চরম সীমায় পৌঁছেছে অনেক স্থান। এই অভিযোগে রাস্তা অবরোধ করেছে অনেক এলাকা। বিদ্যুৎ ও পানির জন্য এলাকায় চলছে পথ অবরোধ। কলকাতার ক্ষেত্রেও একই চিত্র। এখন পর্যন্ত সব মিলিয়ে ৮৫ জনের মৃত্যুর খবর সামনে এসেছে।

..শুধু শহর কলকাতায় ভেঙেছে হাজারের কাছাকাছি গাছ। ল্যাম্পপোস্ট ভেঙেছে ২০০শর কাছাকাছি। খেলনার মতো ভেঙেছে আধপাকা বাড়ি। কাগজের মতো উড়ে গেছে লোহার গেট থেকে শুরু করে টিনের চাল। এমনকী প্রথমবারের মতো শহরবাসী দেখলো টালিগঞ্জ কুদঘাটের মেট্রোর চাল উড়ে যাওয়া।

ইতোমধ্যে রাজ্যে হেলিকপ্টারে করে শুক্রবার ঘুরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী, বাস্তবায়ন করেছেন এক হাজার কোটির অর্থায়ন। ফিরে গিয়ে আরো সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতার কথা মতো পশ্চিমবঙ্গে ক্ষয়ক্ষতি হয়েছে ১ লাখ কোটি রুপি।

কলকাতা করপোরেশনের মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, এক সপ্তাহের মধ্যে সচল অবস্থায় আনার চেষ্টা করবেন কলকাতাকে। তবে নতুন করে কলকাতাকে আবার সাজাতে কমপক্ষে দুই মাস সময় লাগবে।

অপরদিকে, ভারতে শেষ খবর পর্যন্ত করোনায় আক্রান্ত ১ লাখ ২৫ হাজার ১০১ জন, মৃত্যু হয়েছে ৩ হাজার ৭২০ জনের। এছাড়া পশ্চিমবাংলার নিরিখে করোনা সক্রিয় ১ হাজার ৮৬৪ জন, মৃত্যু হয়েছে ১৯৩ জনের। করোনা ও আম্পানের কারণে এবার রাজ্যে কোথাও হবে না ঈদের জামাত। বন্ধ থাকবে সমস্ত মসজিদ। এমটাই নির্দেশনা জারি করেছে নাখোদা মসজিদ ও মমতা সরকার।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মে ২৩, ২০২০
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।