ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

করোনা এবার পশ্চিমবঙ্গের পাঠ্যক্রমে!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৮ ঘণ্টা, জুলাই ১, ২০২০
করোনা এবার পশ্চিমবঙ্গের পাঠ্যক্রমে!

কলকাতা: বর্তমানে বিশ্বজুড়ে মহামারির নাম করোনা ভাইরাস। আর এ ভাইরাস নিয়ে আগামী দু’বছর ঘর করতে হবে বলে সম্প্রতি জানিয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার সেই ভাইরাস প্রবেশ করছে পশ্চিমবঙ্গের স্কুলের পাঠ্যক্রমে! এমনই চিন্তা-ভাবনা করছেন রাজ্যের শিক্ষা দপ্তরের কর্তারা।

মূলত সচেতনতা বাড়াতে ২০২১ সালের পাঠ্যক্রমে করোনা ভাইরাসকে আনা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে বলে মঙ্গলবার (৩০ জুন) জানিয়েছেন রাজ্যের শিক্ষা দপ্তরের এক কর্তা। শুধু পশ্চিমবঙ্গ না, পুরো ভারতজুড়েই শিক্ষার্থীদের পাঠ্যক্রমে জায়গা করতে পারে বলে জানা গেছে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে।

সম্প্রতি পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ বিষয়ে আলোকপাত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে। মূল বিষয় কীভাবে করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ শিক্ষার্থীদের সচেতন বাড়ানো যায়। সে ব্যাপারেই মমতাকে দৃষ্টি প্রদর্শন করেছেন শিক্ষামন্ত্রী। এমনটাই জানিয়েছেন রাজ্য সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার।

অভীক মজুমদার বলেন, এ বিষয়ে বিশেষজ্ঞ ও আমাদের সদস্যদের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি শিক্ষক, শিক্ষাবিদ, ডাক্তার, ভাইরোলজিস্ট, অতিমারী বিশেষজ্ঞদের থেকেও এ ব্যাপারে মতামত নেওয়া হচ্ছে। দেখা যাক রাজ্য সরকার কি মত দেয়।

ওই দপ্তরের আরেক কর্তা জানিয়েছেন, করোনা ভাইরাস সংক্রান্ত সিলেবাসকে জুনিয়র থেকে উঁচু ক্লাস পর্যন্ত অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। মূলত করোনা সংক্রমণ ঠেকাতে কী সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া দরকার সে সম্পর্কে জুনিয়র ক্লাসে পড়ানো হবে। আর কোভিড-১৯ এর সংক্রমণের ধরণ নিয়ে পড়ানো হবে উঁচু ক্লাসে। সব ঠিক থাকলে ২০২১ সালের সিলেবাসে সংযোজন হবে করোনা ভাইরাস!

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জুলাই ০১, ২০২০
ভিএস/ডিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।