ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

সভাপতি পদে রাহুলকে চান কংগ্রেসের সাংসদরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
সভাপতি পদে রাহুলকে চান কংগ্রেসের সাংসদরা রাহুল গান্ধী

কলকাতা: রাহুল গান্ধীকেই ফের কংগ্রেসের সভাপতি পদে ফেরানো হোক—এমনি দাবি উঠতে শুরু করেছে কংগ্রেসের ভেতরে।

দলের কার্যকরী সভাপতি সোনিয়া গান্ধী সম্প্রতি দলীয় সাংসদদের সঙ্গে এক বৈঠক করেন। যদিও বৈঠকের মূল বিষয় ছিল—দেশের করোনা পরিস্থিতি।

তবে বৈঠকে রাহুলের নাম আলোচনায় চলে আসে। দলের সাংসদরা ফের রাহুল গান্ধীকে সভাপতি করার দাবি জানান ওই বৈঠকে।

সোনিয়া গান্ধীর ডাকা সেই বৈঠকে কেরালার সাংসদ কে সুরেশ দাবি করেন, রাহুল গান্ধীকে আবার দলের দায়িত্ব দেওয়া হোক।

এই প্রস্তাব সমর্থন করেন কেরালার অ‌্যান্টো অ‌্যান্টনি, মণিক্কম টেগোর, আসামের গৌরব গগৈ, আবদুল খালেক, বিহারের মহম্মদ জাভেদ, উড়িষ্যার সপ্তগিরি শঙ্কর উলাকার মতো সাংসদরা। পাশাপাশি রাহুলকে সভাপতি করার দাবিতে সরব হন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও।

তবে রাহুল গান্ধী এ প্রসঙ্গে এখন পর্যন্ত কোন মন্তব‌্য করেননি।

২০১৯ সালের লোকসভায় দলের ভরাডুবির পরই কংগ্রেস সভাপতি পদ থেকে পদত্যাগ করেন রাহুল গান্ধী। এরপর গত বছর আগস্টে দলের অন্তবর্তী সভাপতি হন সোনিয়া গান্ধী।

তারপর থেকেই কংগ্রেসের কার্যকরী কমিটির বৈঠকে রাহুলকে নতুন করে সভাপতি করার দাবি ওঠে। এখন প্রশ্ন একটাই, তাহলে কি শতাব্দী প্রাচীন দলের শীর্ষ পদে রাহুল গান্ধীর অভিষেক এখন শুধু সময়ের অপেক্ষা। আপাতত এই প্রশ্নেই জল্পনা বাড়ছে দলটির অন্দরমহলে।

বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
ভিএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।