ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

করোনায় পশ্চিমবঙ্গে ব্যাংক বন্ধ সপ্তাহে দুই দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
করোনায় পশ্চিমবঙ্গে ব্যাংক বন্ধ সপ্তাহে দুই দিন

কলকাতা: পশ্চিমবঙ্গের ক্রমেই বাড়েছে করোনা সংক্রমণ। এর জেরে রাজ্যে সপ্তাহে দু'দিন করে কড়া লকডাউন জারি হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন থেকে।

এই পরিস্থিতিতে রাজ্যে প্রতি শনিবার ও রোববার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্রাহকদের সেবা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে। মূলত পশ্চিমবাংলার ব্যাংকের সময়সীমা ছিল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

প্রসঙ্গত, রাজ্যে একাধিক ব্যাংক কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে, যার সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি বিবেচনা করেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
ভিএস/এইচএমএস/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।