ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

ভারত

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, টানা ৩ দিন বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, টানা ৩ দিন বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে ..

কলকাতা: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ। আর তার প্রভাবে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (১৮, ১৯ ও ২০ আগস্ট) রাজ্যের দক্ষিণের জেলাগুলোয় বৃষ্টি হবে।

কোথাও কোথাও আবার ভারী থেকে অতিভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে কলকাতা আবহাওয়া অফিস।

কলকাতার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, নিম্নচাপের প্রভাবে এ তিনদিন রাজ্যের দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বুধবার হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বর্ধমানের মতো জেলাগুলোয় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

বৃহস্পতিবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। নিম্নচাপের জেরে উত্তর বঙ্গোপসাগরের উপর দিয়ে ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝড়ো হাওয়া বইবে। সে কারণে ১৯ ও ২০ আগস্ট মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

এছাড়া মঙ্গলবার সকালে কলকাতার আকাশে রোদের দেখা মিললেও বেলা গড়াতেই আকাশের চেহারা পাল্টে যেতে শুরু করে। দুপুরেই সন্ধ্যা নেমে আসে শহরে। এরপর কলকাতা ও সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়।

বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
ভিএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।