ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ভারত

কলকাতায় শীত ভাব ফিকে, তাপমাত্রা বাড়ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
কলকাতায় শীত ভাব ফিকে, তাপমাত্রা বাড়ছে হাওড়া ব্রিজ

কলকাতা: রাত এবং ভোরের দিকে হাল্কা ঠাণ্ডা ভাব থাকলেও বেলা বাড়লে চড়া রোদে শীত ভাব উধাও কলকাতায়। অথচ নভেম্বরের শুরুতে বাড়ি বাড়ি বন্ধ হয়ে গিয়েছিল সিলিং ফ্যান।

শুক্রবার (১৩ নভেম্বর) কলকাতায় ফের সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। কলকাতা আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ, ন্যূনতম ৪২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়নি।

এদিন দমদমে সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ১০ ডিগ্রিতে।

আবহাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, হাওড়়া, হুগলি, দুই চব্বিশপরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ার মতো দক্ষিণবঙ্গের জেলাগুলোর পাশাপাশি উত্তরবঙ্গের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদাতেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
ভিএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।