ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

কলকাতায় বেড়েছে শীতের দাপট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
কলকাতায় বেড়েছে শীতের দাপট

কলকাতা: কলকাতায় বেড়েছে শীতের দাপট। উত্তরের কনকনে ঠাণ্ডা হাওয়ার দাপটে সোমবার (১৮ জানুয়ারি) সকাল থেকে তাপমাত্রা অনেকটাই কমেছে।

রাজ্যের উত্তর থেকে দক্ষিণের জেলাগুলোয় সর্বত্রই শীতের দাপট অব্যাহত রয়েছে।

এদিন সকালে কলকাতাসহ রাজ্যের জেলাগুলো ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল। যদিও বেলা গড়াতে আকাশ পরিষ্কার হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এ সপ্তাহে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলোয়।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা আছে সর্বাধিক ৯৭ শতাংশ।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
ভিএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।