ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

কলকাতা প্রেসক্লাবে দুই শহীদ সাংবাদিকের স্মৃতিফলক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
কলকাতা প্রেসক্লাবে দুই শহীদ সাংবাদিকের স্মৃতিফলক

কলকাতা: বাংলাদেশের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী পশ্চিমবঙ্গের দুজন শহীদ সাংবাদিক দীপক বন্দ্যোপাধ্যায় ও সুরজিৎ ঘোষালের স্মৃতিফলক স্থাপিত হয়েছে কলকাতা প্রেসক্লাবে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) স্মৃতিফলক উন্মোচন করেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

প্রেসক্লাবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল। উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান এবং প্রেসক্লাব কলকাতার সভাপতি স্নেহাশিস সুর ও সচিব কিংশুক প্রামাণিক।

ফলক উন্মোচন করে তথ্যমন্ত্রী বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ভারতের সহযোগিতা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পাশাপাশি প্রেসক্লাব কলকাতা এবং ভারত তথা কলকাতার সাংবাদিকদের অবদান ভোলার নয়।

সাইমুম সরওয়ার কমল বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের জনগণের সঙ্গে সাংবাদিকরাও লড়াইতে নেমেছিলেন। বাংলাদেশের ১ কোটি শরণার্থীদের আশ্রয় এবং সহযোগিতা দিয়েছিল ভারত। ফলে ভারতের সহযোগিতা আমরা কখনও ভুলিনি।

কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর বলেন, তৎকালীন সাংবাদিকরা শব্দ সৈনিক ছিলেন। তারা না থাকলে ভারত জানতে পারত না কি অস্থিরতার মধ্য দিয়ে দিন কাটিয়েছে সেদিনের বাংলাদেশ। তবে দুজন নয়, সব মিলিয়ে ১৩ জন সাংবাদিকের জীবন বিপন্ন হয়েছিল, যা নিয়ে প্রেসক্লাব কলকাতা শতবার্ষিকীতে একটি পুস্তকও প্রকাশ করেছিল।

এ দিন প্রেসক্লাবে একাধিক পুস্তক ও স্মরণিকা প্রকাশ করা হয়। জীবন উৎসর্গকারী দুই সাংবাদিকের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন প্রেসক্লাবের বর্ষিয়ান সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
ভিএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।