করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ২৪২৭ জন মারা গেছেন। আর এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৩৬ জন।
সোমবার (৭ জুন) ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৬৩৬ জন শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ২৭৯৫ জন। এছাড়া দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৯ লাখ ৯ হাজার ৯৭৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৪৯ হাজার ১৮৬ জন।
এর আগে ১১ মে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪২০০ জনের মৃত্যু হয়। ৭ এপ্রিল ৪১৯৪ জনের মৃত্যু হয়। সবমিলিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৩৫০ জনে।
এছাড়া ৬ মে দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪ লাখ ১৪ হাজার ৪৩৩ জন শনাক্ত হয়। এটি এখন পর্যন্ত দেশটি সর্বোচ্চ শনাক্ত। ৫ মে ৪ লাখ ১২ হাজার ৬১৮ জন শনাক্ত হয়। সবমিলিয়ে দেশটিতে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ১২০ জনে।
ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরুর পর প্রায় প্রতিদিনই ২ হাজার জনেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জুন ০৭, ২০২১
ওএইচ/