ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

পশ্চিমবঙ্গে বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
পশ্চিমবঙ্গে বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা

কলকাতা: দুর্গাপূজার পরবর্তী সময়ে ক্রমেই করোনা সংক্রমণ বৃদ্ধিতে সিঁদুরে মেঘ দেখছেন পশ্চিমবঙ্গের চিকিৎসকরা।  

কারণ, দুর্গাপূজা শেষ হতেই লাফিয়ে বাড়ছে করোনা শনাক্তের গ্রাফ।

একদিনে রাজ্যে করোনা শনাক্ত হয়েছেন ৮৬৭ জন, মৃত ৯ জন। পূজার দিনগুলোয় পশ্চিমবঙ্গে ৭শ'র নিচে ছিল দৈনিক শনাক্তের সংখ্যা। তারপর যত দিন গড়িয়েছে সংক্রমণ গ্রাফ উঠেছে। লক্ষ্মীপূজার শেষদিনে সেই গ্রাফ সাড়ে ৮৫০ ছাড়িয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সামনের দিনগুলোয় যত করোনা পরীক্ষা যত বাড়বে, ততই লাফিয়ে লাফিয়ে বাড়বে সংক্রমণের হার। পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা, তারপরেই উত্তর ২৪ পরগনা। কলকাতায় একদিনে শনাক্ত ২৪৪ জন আর উত্তর ২৪ পরগনায় সংক্রমিত ১২৯ জন। এরপরে রয়েছে হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া।

সে কারণে পূজার মৌসুম কাটতেই বৃহস্পতিবার (২১ অক্টোবর) থেকে রাজ্যে ফের কার্যকর হয়েছে রাত্রিকালীন কারফিউ। পাশাপাশি যতো বেশি সম্ভব টিকা প্রদান এবং করোনা পরীক্ষায় জোর দেবে স্বাস্থ্য দপ্তর। এমনটাই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবন সূত্রে খবর।

বাংলাদেশ সময়: ০৭১১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
ভিএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।