আগরতলা (ত্রিপুরা, ভারত): নিষিদ্ধ জঙ্গীদের সঙ্গে গুলি বিনিময়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ান মারা গেছেন। ত্রিপুরার উত্তর জেলার খানত্লাং একাকায় পাহাড়ি সীমান্তে।
প্রাথমিক ভাবে জানা গেছে ত্রিপুরার নিষিদ্ধ জঙ্গী সংগঠন এনএলএফটি (ব এম) গোষ্ঠীর সদস্যরা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে।
বিএসএফের ত্রিপুরা প্রন্টিয়ার্সের জনসংযোগ কর্মকর্তা সঞ্জয় সিংহানিয়া তাৎক্ষণিকভাবে জানান, অন্যান্য দিনের মতো এদিনও জওয়ানরা সীমান্তে টহল দিচ্ছিল। জঙ্গলে লুকিয়ে থাকা নিষিদ্ধ সংগঠনের সদস্যরা হঠাৎই তাদের লক্ষ্য করে গুলি শুরু করে। এসময় বিএসফরাও পাল্টা পাল্টা গুলি চালায়। তখন সশস্ত্র ব্যক্তিরা গভীর জঙ্গলে পালিয়ে যায়। তবে, তাদের জওয়ানদের নেতৃত্ব দেওয়া গিরিশ কুমার যাদবের পা ও শরীরের বিভিন্ন অংশে ৪টি গুলি লাগে। সঙ্গে সঙ্গে তাকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। কিন্তু অবস্থা গুরুতর আহত হওয়ায় তাকে হেলিকপ্টারে এয়ার লিফ্ট করে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর সশস্ত্র হামলাকারীদের সন্ধানে ঘটনাস্থলের আশপাশে ব্যাপক তল্লাশি চলছে।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, অগাস্ট১৯, ২০২২
এসসিএন/এমএমজেড