ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প

রিহ্যাবের নতুন কমিটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, মে ৮, ২০১৬
রিহ্যাবের নতুন কমিটি ঘোষণা

ঢাকা: রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর পরিচালনা পর্ষদের (২০১৬-২০১৮) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

 

রোববার (০৮ মে) রিহ্যাব সচিবালয়ে নির্বাচনী বোর্ড দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করে।

নতুন কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি রিহ্যাব ২০১৬-২০১৮ এর নির্বাচন তফসিল ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আলমগীর শামসুল আলামিন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নূরন নবী চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট-০১ হিসেবে লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট-০২ হিসেবে আবুল ফাতাহ্ মো. আহকাম উল্লাহ্ ইমান খান নির্বাচিত হয়েছেন।

এছাড়া ভাইস প্রেসিডেন্ট (অ্যাডমিন) হিসেবে প্রকৌশলী সরদার মো. আমিন ও ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) হিসেবে প্রকৌশলী মুহাম্মদ সোহেল রানা নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম থেকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আবদুল কৈয়ম চৌধুরী।
নির্বাচিত নতুন কমিটিতে কেন্দ্রের ২৬ জন এবং চট্টগ্রামের ৩ জনসহ মোট ২৯ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।

তিন সদস্য বিশিষ্ট নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এফবিসিসিআই’র পরিচালক মোহাম্মদ আমিন হেলালী। সদস্য-০১ হিসেবে মিজানুর রহমান (বাবুল) এবং সদস্য-০২ হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ হারুন।

আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এফবিসিসিআইএর পরিচালক নাগিবুল ইসলাম দিপু।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ০৮, ২০১৬
পিআর/এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।