ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

শিল্প

বিক্রি বাড়াতে রুহ্ আফজার ‘পবিত্র পানীয়’ ফর্মুলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, জুন ৪, ২০১৬
বিক্রি বাড়াতে রুহ্ আফজার ‘পবিত্র পানীয়’ ফর্মুলা

ঢাকা: রমজান এলেই শুরু হয় রুহ্ আফজার ‍বাগাড়ম্বর। ব্যত্যয় হয়নি এবারো।

রমজানকে সামনে রেখে শনিবারও (৪ জুন) দেশের বিভিন্ন পত্রপত্রিকায় রুহ্ আফজা’র ব্যয়বহুল বিজ্ঞাপন দেখা গেছে।

একই ডিজাইনে বিভিন্ন পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত এই বিজ্ঞাপনে রুহ আফজা’র বিশেষত্ব কি, কেনো এটি স্বাস্থ্যসম্মত, কিভাবে শরীরে সহায়ক ভূমিকা পালন করে তা নিয়ে একটি শব্দও নেই। বরং অধিকাংশ জায়গ‍া ‍জুড়ে পণ্যটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান হামদর্দের গুণকীর্তন করা হয়েছে।

আর ইফতার ও সেহরিতে সুস্থ ও সতেজ থাকার জন্য রুহ্ আফজা পানের পরামর্শ দিয়ে বলা হয়েছে, ‘রুহ্ আফজা ছাড়া রমজান ভাবাই যায় না, রমজানের পবিত্র পানীয় রুহ্ আফজা’।

কিন্তু এই পানীয়কে কেনো পবিত্র বলা হচ্ছে তা স্পষ্ট না হওয়ায় অনেক পাঠকই ধন্ধে পড়েছেন।

ধারণা করা হচ্ছে, বাজারে সরবত জাতীয় পানীয়ের অবাধ যোগানের মুখে প্রতিযোগিতায় টিকে থাকতে রুহ্ আফজার প্রস্তুতকারক হামদর্দ এই ছলনার আশ্রয় নিয়েছে। এখন তারা এই পানীয়কে ‘পবিত্র’ আখ্যা দিয়ে সরলমতি মুসুল্লিদের ধোঁকা দেওয়া অপচেষ্টা চালাচ্ছে। এটা স্পষ্টতই ধর্মীয় আবহে গ্রাহকদের সঙ্গে প্রতারণা।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জুন ৪, ২০১৬
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।