মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে রাজধানীর একটি হোটেলে ‘খাদ্য-পুষ্টি, নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে পোল্ট্রি শিল্প ও বাজেট ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ চ্যালেঞ্জ দেন।
গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)।
অর্থমন্ত্রী বলেন, খাবার হিসেবে মুরগির মাংস, মাছ ও ডিম নিয়ে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই। এজন্য মুরগির মাংস, ডিম ও মাছের উৎপাদন বাড়াতে হবে। আমি আশাবাদী ও চ্যালেঞ্জ করছি, আগামী তিন বছরের মধ্যে মুরগির মাংস ও ডিমের উৎপাদন দ্বিগুণ হবে।
গো-সম্পদের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, গো-সম্পদের উপর আমার দৃষ্টি আছে। এটার উন্নয়নের চেষ্টা হচ্ছে, এ বিষয়েও আমি আশাবাদী। গাভী ও গাভী খামারের জন্য ৫ শতাংশ ঋণ দেওয়া হচ্ছে।
গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ফিআব) সভাপতি মসিউর রহমান। আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৪১৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
আরএটি/এইচএ/