তিনি বলেছেন, এরই মধ্যে এ হাসপাতালের টেন্ডার সম্পন্ন হয়ে গেছে। আগামী সেপ্টেম্বরেই নির্মাণ কাজ শুরু বলে আশা করছি।
রোববার (৩০ জুলাই) চাষাঢ়ার বাগে জান্নাত মহল্লায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ-মহাপরিদর্শকের নতুন কার্যালয় উদ্বোধনকালে শ্রম প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, এ ধরনের হাসপাতাল টঙ্গীতেও বাস্তবায়ন করা হবে। বন্দরে একটি ডরমেটরী নির্মাণ করা হবে। এছাড়া চাষাঢ়া শহীদ মিনার সংলগ্ন স্থানে শ্রম পরিচালকের কার্যালয় ও শ্রম আদালত নির্মাণ করা হবে।
তিনি বলেন, রানা প্লাজার পর অর্থাৎ ২০১৩ সালের অবস্থা আর বর্তমানের অবস্থা এক নয়। আমাদের বিজিএমইএ ও বিকেএমইএ ইতোমধ্যে ইউরোপ আমেরিকার বাইরেও বাজার অনুসন্ধান করছে। আশা করছি তারা নতুন নতুন বাজার সৃষ্টিতে সক্ষম হবে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) সামছুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন-নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, জাতীয় শ্রমিক লীগের শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহাম্মেদ পলাশ, বিকেএমইএ-এর সাবেক সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ মহাপরিদর্শক আসাদুজ্জামান।
উপস্থিত ছিলেন বিকেএমইএ-এর সহ-সভাপতি (অর্থ) জিএম ফারুক, পরিচালক আবু আহাম্মেদ সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. ছরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
এমএ/