প্রায় দুই বছর পর আফ্রিকায় ঘুষ দেওয়ার অভিযোগের তদন্তের মধ্য দিয়ে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট বিভাগ এ কার্যক্রম শুরু করেছে বলে বুধবার (০৯ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে।
অভিযোগ রয়েছে, পূর্ব আফ্রিকায় ব্যবসায়িক স্বার্থ হাসিলের জন্য ধূমপানবিরোধী আইন লঙ্ঘন করে সেখানকার সরকারি কর্মকর্তাদের ঘুষ দেয় কোম্পানিটি।
যদিও ওই সময় এ অভিযোগ অস্বীকার করে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। বাংলাদেশেও এ ধরনের ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে কোম্পানিটির বিরুদ্ধে।
তবে তদন্ত শুরুর পর মঙ্গলবার (০৮ আগস্ট) এক বিবৃতিতে বিএটি জানিয়েছে, তারা এ ধরনের অভিযোগ তদন্তের কাজে ব্রিটেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব ধরনের সহায়তা দেবে।
কোম্পানির প্রধান নির্বাহী নিকান্দ্র দুরান্ত জানান, তাদের পলিসি অনেক শক্তিশালী। এরপরও যদি কোনো ভুল হয়ে থাকে তবে তা তদন্তে উঠে আসবে।
‘প্রায় ২০০টি দেশে আমাদের ব্যবসা রয়েছে। সুতরাং সবকিছু শতভাগ সততার মধ্যে চলছে তার গ্যারান্টি দিচ্ছি না। তবে আমরাও বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছি। ’
সম্প্রতি মার্কিন কোম্পানি রেনল্ডসের পুরো মালিকানা কিনে নেয় যুক্তরাজ্যভিত্তিক কোম্পানিটি। এর কয়েকদিন যেতে না যেতেই এ ধরনের তদন্তের মুখে পড়তে হচ্ছে বিশ্বের অন্যতম বড় এ কোম্পানিকে।
উল্লেখ্য, বাংলাদেশের বাজারে কোম্পানিটি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড নামে ব্যবসা করছে। পুঁজিবাজারেও এটি তালিকাভুক্ত কোম্পানি। ১৯৭৭ সালে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭
এমএ/