ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প

সাভার চামড়া শিল্পনগরী পরিদর্শনে ইউনেডো 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
সাভার চামড়া শিল্পনগরী পরিদর্শনে ইউনেডো  সাভার চামড়া শিল্প নগরী পরিদর্শন করে ইউনেডো

সাভার (ঢাকা): সাভারের শিল্প নগরীতে পরিদর্শনে আসেন ইউনাইটেড ন্যাশন ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইউনেডো) একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বের) দুপুরে সাভারের হেমায়েতপুর হরিণধরা এরাকায় অবস্থিত চামড়া শিল্প নগরীর অ্যাপেক্স ট্যানারিতে পরিদর্শন করেন।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য চামড়া শিল্প খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এ বিষয়টি সামনে রেখেই তাদের এ সফর। দলটির নেতৃত্ব দেন ইউনেডোর ডিজি মিস্টার লি ইয়ং।  

অ্যাপেক্স ট্যানারির পক্ষ থেকে জানানো হয়, সিইটিপি’র মান উন্নয়নে কারিগরি ও আর্থিক সহায়তার কথা ইউনেডোর কাছে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) অনেকটা জোর করেই এখানে আসতে বাধ্য করেছে। এখানকার ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট কোনো কিছুই এখনো ঠিক হয়নি। গ্যাসের প্রেসারও অনেক কম। এছাড়াও সবগুলো মডিউল এখনো চালু করা হয়নি।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ইউনেডোর পরিচালক জু চিয়ং। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতেখার, প্রকল্প পরিচালক মোহাম্মদ জিয়াউল হকসহ অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।