ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

শিল্প

স্যামসাং নিয়ে এলো 'ইনভিজিবল কানেকশন' টিভি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৪, সেপ্টেম্বর ১৯, ২০১৭
স্যামসাং নিয়ে এলো 'ইনভিজিবল কানেকশন' টিভি ‘স্যামসাং ২০১৭ টিভি লাইন আপ’- এর উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: কাশেম হারুন

ঢাকা: ‘স্যামসাং ২০১৭ টিভি লাইন আপ’ উদ্বোধনের মাধ্যমে বিশ্বের প্রথম ইনভিজিবল কানেকশন টিভি নিয়ে এসেছে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ। উদ্ভাবনী ডিজাইনের সলিউশন সমৃদ্ধ নতুন এ টিভির বাজারজাতও শুরু করেছে কোম্পানিটি।

টিভিতে থাকছে ১০০ শতাংশ কালার ভলিউম,  ওয়ান রিমোট কন্ট্রোল এবং ১ হাজার ৫০০ নিট এইচডিআর ব্রাইটনেস্‌ সমৃদ্ধ টিভি অব লাইট।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর)  রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের গ্রান্ড বলরুমে নতুন ডিজাইনের কিউএলইডিসহ ফ্লাগশিপ প্রিমিয়াম টিভিগুলোর প্রদর্শনী করেছে স্যামসাং।

‘স্যামসাং ২০১৭ এম সিরিজ লাইন আপ’- এ কিউএলইডি টিভি, ইউএইচডি টিভি, স্মার্ট টিভি ও জয় কানেক্ট টিভি- এ চার ক্যাটাগরির টিভি রয়েছে। যার সাইজ ৩২ ইঞ্চি থেকে ৬৫ ইঞ্চির মধ্যে। দাম পড়বে ৩১ হাজার ৯০০ টাকা থেকে ৬ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা পর্যন্ত।

স্যামসাং ইলেকট্রনিক্সের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন বলেন, ‘আমরা  যুগান্তকারী উদ্ভাবনগুলো নিয়ে গ্রাহকদের বৈচিত্র্যপূর্ণ লাইফস্টাইলে নতুন নতুন চাহিদা পূরণের নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। কিউএলইডি, ইউএইচডি, স্মার্ট ও জয় কানেক্ট টিভির ডিজাইন এমনভাবে করা হয়েছে, যা বাংলাদেশি কনজ্যুমার ইলেকট্রনিক্স ইন্ড্রাস্ট্রিতে নতুন মাত্রা যোগ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের হেড অব কনজ্যুমার ইলেকট্রনিক্স ফিরোজ মোহাম্মদ, ইলেক্ট্রার চিফ অপারেটিং অফিসার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মোজাম্মেল হক, ট্রান্সকম ইলেক্ট্রনিক্স বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার আরশাদ হক, র্যাংসের সিইও রুবাইয়াৎ জামীল  প্রমুখ।  

বাংলাদেশ সময়:  ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯
এএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।