ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প

আমন মৌসুমে ব্যস্ত কামাররাও

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
আমন মৌসুমে ব্যস্ত কামাররাও ধান কাটতে কৃষিশ্রমিক-মজুরদের সবচেয়ে প্রয়োজনীয় অস্ত্র কাস্তে সরবরাহে ব্যস্ত কামাররাও। ছবি: বাংলানিউজ

নীলফামারী: চলছে আমন ধান কাটা-মাড়াইয়ের উৎসব। কদর ও চাহিদা  বেড়ে গেছে ধান কাটতে কৃষিশ্রমিক-মজুরদের সবচেয়ে প্রয়োজনীয় অস্ত্র কাস্তেরও।

ফলে কোরবানির ঈদের পর চলতি আমন মৌসুমে  আরেক দফা ধান কাটার কাস্তে তৈরির ব্যস্ততা বেড়েছে নীলফামারীর কামারদের। কামারশালাগুলোতে দিন-রাত সমানে কাজ করে চলেছেন তারা।

সরেজমিনে দেখা গেছে, নীলফামারী সদর, ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলার সর্বত্র এখন জোরেশোরে চলছে ধান কাটা-মাড়াই। কামারশালাগুলোতে শোনা যাচ্ছে হাঁতুড়ি পেটানোর খট খট আর হাঁপরের ফুস ফুস শব্দও। ব্যস্ত কৃষিশ্রমিকেরা পুরো মৌসুমে ধান কাটতে এক একজন ২/৩টি করে কাস্তে ব্যবহার করেন। তারা একজনের কাস্তে অন্যজনকে দিতে চান না। তাই সারাদিন কাজ শেষে নিজের পছন্দসই কাস্তে কিনতে বা বানাতে সন্ধ্যার পরেই ভিড় করছেন কামারশালগুলোতে।

প্রতিটি কাস্তের পাইকারি মূল্য ২৩-২৬ টাকা। খুচরা বিক্রেতারা সেগুলো কিনে হাটে-বাজারে ৩০/৩৫ টাকা দরে বিক্রি করছেন।

কামারেরা জানান, কর্মীদের সহায়তায় প্রতিদিন এক একজন ২৫ থেকে ৩০টি করে কাস্তে তৈরি করতে পারেন। কেউ কেউ এর চেয়েও বেশি বানিয়ে থাকেন। লোহার মূল্যবৃদ্ধিতেই তাদের তৈরি করা কাস্তেসহ অন্য পণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে বলেও জানান তারা।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
এএসআর
**
গাঁও-গেরামে এখন আমন ঘরে তোলার উৎসব

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।