ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প

ব্যবসায়ীরা এখন নিরাপদে ব্যবসা করতে পারছেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
ব্যবসায়ীরা এখন নিরাপদে ব্যবসা করতে পারছেন ডা. এনামুর রহমান-ছবি-বাংলানিউজ

আশুলিয়া (ঢাকা): আওয়ামী লীগ সরকারের সময় পোশাক কারখানার মালিকরা নিরাপদে ব্যবসা করতে পারছেন বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে আশুলিয়ার নয়ারহাট মির্জানগর এলাকায় ইস্ট ওয়েস্ট স্যুটিং মিলস লিমিটেড এবং চীনের ন্যাচার গ্রুপের যৌথ উদ্যোগে স্যুটিং ফেব্রিকসের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এনামুর রহমান আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কারখানার মালিকরা এখন দেশে নিরাপদে সব ব্যবসা করে যাচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে চলেছেন।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি নুরুল ইসলাম ঠাণ্ডু, ইস্ট ওয়েস্ট স্যুটিং মিলস-এর ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।