ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প

সর্বোচ্চ ভ্যাটদাতার সম্মাননা পেল ওয়ান ওয়ার্ল্ড এভিয়েশন 

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
সর্বোচ্চ ভ্যাটদাতার সম্মাননা পেল ওয়ান ওয়ার্ল্ড এভিয়েশন  এনবিআর-এর সম্মাননা তুলে দিচ্ছেন অর্থমন্ত্রী এমএ মুহিত। ছবি: বাংলানিউজ

ঢাকা: সর্বোচ্চ ভ্যাটদাতা হিসেবে বিশেষ সম্মাননা পেয়েছে এমজিএইচ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ওয়ান ওয়ার্ল্ড এভিয়েশন লিমিটেড।

গতবছরের মতো এবারও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এ সম্মাননা পেয়েছে কোম্পানিটি।  

সোমবার (১১ ডিসেম্বর) সংবাদমাধ্যমে কোম্পানির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, সেবা খাতে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে এনবিআর-এর এই বিশেষ সম্মাননা পেয়েছে ওয়ান ওয়ার্ল্ড এভিয়েশন লিমিটেড।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনিস আহমেদের পক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির পরিচালক (অর্থ) মো. কামরুজ্জামান।  

প্রতিক্রিয়ায় এমজিএইচ গ্রুপের এমডি আনিস আহমেদ বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করতে পেরে এমজিএইচ গ্রুপ এবং এর সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা খুবই গর্বিত। ভবিষ্যতেও দেশের সামগ্রিক উন্নয়নে তাদের এই অংশীদারিত্ব অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।