বুধবার (৪ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে আটক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) নেতাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জি-স্কপ আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
এসময় বক্তারা বলেন, বিজিএমইএ’র দায়ের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
তাই অবিলম্বে আটক টিইউসি নেতাদের মুক্তি দিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিতে হবে। দাবি মেনে নেওয়া না হলে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ নির্যাতন-হয়রানির প্রচেষ্টাকে নিঃশেষ করা হবে।
এছাড়া মানববন্ধন থেকে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণ করার দাবিও জানানো হয়েছে।
জি-স্কপের যুগ্ম-আহ্বায়ক নইমুল আহসান জুয়েলের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- জি-স্কপের যুগ্ম-আহ্বায়ক কামরুল আহসান, জাতীয় শ্রমিক জোটের সভাপতি আব্দুল ওয়াহেদ, শাহ মো. আবু জাফর, আহসান হাবীব বুলবুল, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, বেবী পাঠান, এম শাহাদাত হোসেন, সেলিম মাহমুদ, আরাফাত জাকারিয়া সঞ্চয়, আলমগীর রনি, বাচ্চু মিয়া, সৈয়দ আব্দুল জলিল, কাজী রুহুল আমিনসহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
এমএএম/জিপি